স্টোমাটাইটিস (STOMATITIS)-একটি ইংরেজি
শব্দ এর অর্থ হল গহ্বরের প্রদাহ। গ্রীক শব্দ “Stoma” অর্থ “Mouth” আর “Itis”
অর্থ Inflammations থেকে এসেছে। অর্থাৎ Stomatitis মানে Inflammation of the mouth. মুখ গহ্বরের মিউকাস মেমব্রেনের প্রদাহকে স্টোমাটাইটিস
বলা হয়। আর প্রদাহ গলা, মাড়ী,
ঠোঁটের ভেতরে প্রবং জিহ্বায় হতে
পারে। Stomatitis সাধারনত তরুনদের মধ্যে বেশি হয়। প্রায়শই ১০-১৯ বছর
বয়সীদের মধ্যে হয়ে থাকে।
স্টোমাটাইটিস হল মুখের ভেতরে
বিভিন্ন জায়গাতে হওয়া ক্ষত বা কালশিটে বা ঘা বা জ্বালা-যন্ত্রণা, যেমন ঠোঁটের অথবা জিভ, মাড়ি এবং
চিবুকের ভেতরের দিকে। বিভিন্ন কারণের জন্য স্টোমাটাইটিস দেখা যায় এবং এর
উপস্থিতিতে মুখের ভেতরে অস্বস্তি হয়। এর ফলে খেতে, ঘুমোতে, কথা বলতে সমস্যা হয়।
কি কি ধরণের
কোল্ড সোর বা হারপিস
স্টোমাটাইটিসঃ এটা সংক্রামক ধরণের, যা প্রধানত
ফ্লুয়িড ভরা ক্ষত বা ঘা এবং জ্বলুনি ও নরম বলে সমস্যার সৃষ্টি করে।
ক্যাঙ্কার সোর বা অ্যাপথাস
স্টোমাটাইটিসঃ ক্যাঙ্কার সোর মুখের ভেতরে হওয়া হলুদাভ বা ফ্যাকাসে
কিংবা লালচে আলসার এবং যার জন্য কথা বলতে এবং খেতে কষ্ট হয়।
মুখের গুরুতর অস্বস্তি অন্য
ধরণের স্টোমাটাইটিস, যা নানান কারণের জন্য হতে পারে।
লক্ষণ
·
অস্বস্তি এবং
ব্যথা হল স্টোমাটাইটিসের মুখ্য লক্ষণ, যা মুখের
ভেতরে যেখানে স্টোমাটাইটিস হয়েছে সেখানে হয়।
·
মুখের ভেতরে
ফুলে যাওয়া, ফোস্কা পড়া, খোসা ওঠা, হলুদাভ বা লাল ক্ষত, আলসার তৈরি
হওয়া এবং জ্বলুনি স্টোমাটাইটিসের প্রচলিত লক্ষণ।
·
সংক্রামিত
জায়গা থেকে কোন সময়ে রক্তও পড়ে।
·
মুখের মধ্যে
স্টোমাটাইটিস হলে হয় প্রাথমিক স্তরে কিংবা পরে লক্ষণ হিসেবে জ্বর হয়।
·
লালচে রিঙয়ের
মধ্যে হলুদাভ বা সাদা আঁশালো রকমের আলসার তৈরি হয়।
·
কথা বলতে, খেতে, ঘুমোতে সমস্যার সাথে দুর্গন্ধ হল স্টোমাটাইটিসের
সমস্যা।
কি কারণে হয়
·
কোল্ড সোরের
ক্ষেত্রে হারপিস সিম্প্লেক্স ভাইরাস থেকে স্টোমাটাইটিস হয়।
·
ক্যান্ডিডা
অ্যালবিক্যান্সের সংক্রমণ থেকে স্টোমাটাইটিস হয়।
·
পুষ্টির অভাব
অন্যতম প্রধান কারণ।
·
কারোর তীক্ষ্ণ
বা ভাঙা দাঁত থাকলে এবং বেখাপ্পা ডেন্টাল অ্যাপারেটাস লাগালে স্টোমাটাইটিস হতে
পারে।
·
মাড়ির রোগ
থেকে মুখের ভেতরে স্টোমাটাইটিস হয়।
·
হাইপারসেনসেটিভ
খাবার খেলে, তামাক চেবানো, ধূমপান, প্রচণ্ড গরম খাবার ও পানীয় খেলে স্টোমাটাইটিস হয়।
·
কেমোথেরাপি বা
থেরাপিউটিক রেডিয়েশন বা মৃগীরোগ,
রিউমাটয়েড আর্থারাইটিসের
মেডিকেটেড চিকিৎসা থেকে স্টোমাটাইটিস হয়।
·
সার্জিকাল
ট্রমা থেকে হয়।
·
শুষ্ক মুখ
স্টোমাটাইটিসের কারণ।
·
ঠোঁট, জিভ বা চিবুকে গুরুতর কিংবা ক্রমাগত কামড় থেকে স্টোমাটাইটিস হতে
পারে।
জটিলতা
খেতে, গিলতে এবং কথা বলতে কষ্ট হওয়াটা স্টোমাটাইটিসের প্রধান জটিলতা।
অস্বস্তি থেকে কোন কোন সময়ে ঘুমের সমস্যা হয়। ব্যথা, নিঃশ্বাসে
দুর্গন্ধ এবং কোন সময়ে মুখ থেকে রক্ত বেরনো যথেষ্ট সমস্যার সৃষ্টি করে।
রোগ নির্ণয়
প্রাথমিকভাবে মুখের ঘা বা ক্ষত
থেকে ডাক্তাররা রোগ নির্ণয় করে। স্টোমাটাইটিস ডায়াগনোসিস করতে ক্যান্ডিডা
অ্যালবিক্যান বা মুখের অন্যান্য সংক্রমণের কারণে শুষ্ক মুখ বা মুখের মধ্যে তৈরি
হওয়া সাদা ক্ষত ইত্যাদি বিভিন্ন ধরণের লক্ষণ এবং উপসর্গ দেখা হয়। ডায়াগনোসিস
নিশ্চিত করতে এবং স্টোমাটাইটিসের অন্যান্য কারণ বের করতে, ডাক্তার রক্ত পরীক্ষা বা সোয়াব টেস্ট কিংবা প্যাচ টেস্টের পরামর্শ
দিতে পারে। স্টোমাটাইটিসের অন্যান্য কারণ বাতিল করতে টিস্যু স্ক্রাপিং মেথড
বায়োপসি করা হয়।
চিকিৎসা
কারণ প্রতিরোধের মাধ্যমে
সম্পূর্ণভাবে স্টোমাটাইটিসের নিরাময় সম্ভব। মুখের স্বাস্থ্যবিধি মেনে চলে, হাইপারসেন্সেটিভ খাবার এড়িয়ে চলে, সঠিক পুষ্টিকর
খাবার খাওয়া, তামাক চেবানো ও ধূমপান বন্ধ করা এবং ডিহাইড্রেশান
আটকালে নিরাময় সম্ভব। বিভিন্ন ক্ষেত্রে কিন্তু, স্টোমাটাইটিসের
মেডিক্যাল ট্রিটমেন্ট দরকার লাগে। চিকিৎসায় বিভিন্ন ধরণের ওষুধ ব্যবহার করা হয়।
মেডিকেশান
ডাক্তার স্টোমাটাইটিসের চিকিৎসায়
অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশের সুপারিশ করতে পারে। স্টোমাটাইটিসের চিকিৎসায় বিভিন্ন
ধরণের ওষুধ ব্যবহার করা হয়, যথা:
·
ব্যথা এবং
জ্বর কমাতে অ্যাসেটামিনোফেন।
·
গুরুতর ব্যথায়
লিডোক্যেইন ব্যবহার করা হলেও এটা কিন্তু চুলকানি বা অস্বস্তির সৃষ্টি করে।
·
হারপিস স্টোমাটাইটিসে, অ্যান্টি-ভাইরাল ওষুধ অ্যাসাইক্লোভির ব্যবহার করা হয়।
·
ক্যাঙ্কার কোর
যথেষ্ট ফেটে গেলে বিরল ক্ষেত্রে ওরাল স্টেরয়েড দেওয়া হয়।
·
বড় আকারের ঘা
বা ক্ষতের জন্য বেনজোকেইন ব্যবহার করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন