মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

ট্রানজিস্টর সম্পর্কে বিস্তারতি আলোচনা

ইলেকট্রনিক্স পোস্টঃ ট্রানজিস্টর বিস্তারতি আলোচনা(ট্রানজিস্টর, প্রকারভেদ) পর্ব-১

একটি পাতলা P- টাইপ বা N- টাইপ সেমিকন্ডাক্টরের উভয় পার্শে একটি করে বিপরীত টাইপের (N বা P) সেমিকন্ডাক্টর সংযোগ করলে যে ডিভাইসের সৃষ্টি হয় তাকে ট্রানজিস্টর বলে।

অন্যভাবে বলা যায়, এটি একটি তিন টার্মিনাল, তিন লেয়ার এবং দুই জাংশন বিশিষ্ট সেমিকন্ডাক্টর ডিভাইস যা ইনপুট সিগনালের শক্তি বৃদ্ধি করে এবং বিভিন্ন ইলেকট্রনিক সুইচিং এর মাধ্যমে বিভিন্ন কাজ সমাধান করে।

দুইটি P -টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি N -টাইপ সেমিকন্ডাক্টর বা দুইটি N -টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটি P -টাইপ সেমিকন্ডাক্টর স্থাপন করে ট্রানজিস্টর তৈরি করা হয়।

প্রকারভেদঃ

সাধারনভাবে ট্রানজিস্টরের শ্রেণীবিভাগ করা কঠিন। আধুনিক গবেষণায় ট্রানজিস্টর দিনে দিনে এক বৈপ্লবিক রূপ নিচ্ছে, নতুন নতুন ক্যাটাগড়ি তৈরি হচ্ছে। তবুও আমরা মোটামোটি একটা ধারণা পেতে পারি ।

প্রাথমিকভাবে সকল ট্রানজিস্টরকে প্রধান দুটি ভাগে বিভক্ত করা যায়ঃ

পয়েন্ট কন্টাক্ট
জাংশন

গঠন প্রকৃতির উপর ভিত্তি করে জাংশন ট্রানজিস্টরসমূহ নিম্নলিখিত প্রকারের হয়ে থাকেঃ

বাইপোলার জাংশন ট্রানজিস্টর (BJT)
ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET)

বাইপোলার জাংশন ট্রানজিস্টর (BJT) এর জাংশন প্রকৃতি ও পোলারিটি অনুসারে দুই ধরণেরঃ

NPN
PNP

ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (FET) দুই ধরণের হয়ঃ

জাংশন ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (JFET)
মেটাল অক্সাইড সেমিকন্ডাকটর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর (MOSFET)
FET আবার দুই ধরণের হয়ে থাকেঃ

n-চ্যানেল JFET
p-চ্যানেল JFET

MOSFET বা IGFET দুই ধরনের হয়ে থাকেঃ

ডিপ্লেশন এনহেন্সমেন্ট টাইপ (DE MOSFET)
এনহেন্সমেন্ট অনলি টাইপ (E-only MOSFET)

ডিপ্লেশন এনহেন্সমেন্ট টাইপ (DE MOSFET) দুই ধরনের হয়ে থাকেঃ

n-চ্যানেল DE MOSFET
p-চ্যানেল DE MOSFET

এনহেন্সমেন্ট অনলি টাইপ (E-only MOSFET) দুই ধরনের হয়ে থাকেঃ

n-চ্যানেল E-only MOSFET
p-চ্যানেল E-only MOSFET

ব্যবহৃত সেমিকন্ডাকটরের উপর ভিত্তি করে ট্রানজিস্টর নিম্নলিখিত প্রকারের হয়ে থাকেঃ

জার্মেনিয়াম
সিলিকন
পলিক্রিস্টালিন
মনোক্রিস্টালিন
সিলিকন কার্বাইড (ট্রানজিস্টর)

[ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ।]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

You can read more

কোরআন ও হাদিস স্বীকৃত আয়াতে শেফা বা সুস্থ হবার তদবির

সুস্থতা-অসুস্থতা উভয়টিই আল্লাহর নেয়ামত। সুস্থ হলে মানুষ বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। শোকর আদায় করে কৃতজ্ঞ হতে পারে। আর অসুস্থ হলে আল্লা...