অবাক বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অবাক বিশ্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লেখা থাকে, এইটার মানে কী?

অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকে। এই TM লিখাটা নিয়ে আমিও ছোটবেলা থেকেই চিন্তা করতাম কিন্তু কখনও জানতে পারি নাই।

কারণ তখন কাওকে জিজ্ঞেসই করা হয়নি। গত বছর এক বড় ভাইয়ের কাছে জানতে পারলাম এই TM মানে কী।TM ছাড়াও অনেক ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকে।


TM লেখাটির পূর্ণরূপ হলো Trademark(ট্রেডমার্ক)। কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM লিখা থাকলে বুঝতে হবে নামটি তাদের ব্রান্ডের প্রতীক।

আবার ® লেখাটির মানে হলো Registered Trademark (রেজিস্টারড ট্রেডমার্ক)। 


v

কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে ® লিখা থাকলে বুঝতে হবে তাদের ব্রান্ডের প্রতীকটি রেজিষ্ট্রেশনভুক্ত। ফলে অন্য কোনো ব্রান্ড এই প্রতীকটি ব্যবহার করতে পারবেনা। অন্য কোনো ব্রান্ড প্রতীকটি ব্যবহার করলে সেই ব্রান্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

আশা করি এবার জানতে পেরেছেন কোনো ব্রান্ডের নামের পাশে ছোট করে TM কেন লিখা হয়।

আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ।

রেসলিংয়ের মারামারি কি বাস্তব নাকি ক্যামেরা ট্রায়াল? যদি ক্যামরার কারসাজি হয়, তবে গ্যালারীর দর্শকরা কী দেখে?

 


ধন্যবাদ Mofazzal Hossain এই প্রশ্নে আমাকে উত্তর দেওয়ার অনুরোধ জানানোর জন্য। আসলে আমাদের জেনারেশন এর ছেলে মেয়ে কেউ একদিন হলেও রেসলিং কিংবা বলা ভালো WWE এর রেসলিং দেখেনি এমনটা পাওয়া যাবে না। অনেকের ঘরের ওয়ালে কিংবা দড়জার আড়ালে হয়ত দেখা যেতে পারে আন্ডারটাইগার, জন সিনা, ত্রিপল হেইচ, দ্যা রক, ব্রক লেসনার অথবা হালের রোমান রেইংস এর পোস্টার। অনেক ছেলে পুলে স্বপ্ন দেখতো বড় হয়ে রেসলার হবে।


তারা একটু বড় হলেই যে ধাক্কাটা খায় সেটা হলো, এই WWE যে আসলে সত্যি না এটা জেনে। প্রশ্ন ছিলো রেসলিংয়ের মারামারি কি বাস্তব নাকি ক্যামেরা ট্রায়াল? যদি ক্যামেরার কারসাজি হয়, তবে গ্যালারীর দর্শকরা কী দেখে?

এর উত্তর হচ্ছে, আপনি কখনো সরাসরি নাচের অনুষ্ঠান দেখেছেন, কিংবা মঞ্চ নাটক? যদি দেখে থাকেন তাহলে আপনি জানেন, অনুষ্ঠানের পারফর্মার রা এর আগে অনেক দিন রিহার্সেল করে আপনার সামনে এসে এই অনুষ্ঠানটি করছে। তেমনি এই WWE এর প্রফেশনাল রেসলার রা কাজ করেন। তাদের সম্পূর্ন অনুষ্ঠানটি পিওরলি মানুষকে আনন্দদানের জন্য করা। স্টোরিলাইন নিজেদের বানানো। অর্থাৎ আপনি হঠাৎ দেখলেন একজন রেসলার আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হয়েগেছে কোন কারণ ছাড়াই, অথবা বন্ধু থেকে শত্রু হয়েগেছে। এসবই আসলে এই শো'কে আরো জনপ্রিয় এবং আকর্ষনীয় করার ধান্দা। তারা কি বলবে তাও আগে থেকে স্ক্রিপ্টেড থাকে। তবে হ্যাঁ স্বীকার করতেই হবে তাদের অভিনয় স্কিল হচ্ছে অসাধারণ। তাদের কোরিওগ্রাফীর কাজও অসাধারণ। এই কোরিওগ্রাফী অনেক সময় মারাত্মক হতে পারে। এমন অনেক স্টান্ট আছে যা একটু বেকায়দায় করলে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে রিস্ক বেশী বলেই টাকার পরিমান টাও বেশী পান এই রেসলার রা।

তাই প্রশ্নকর্তাকে উত্তর, তাদের দর্শকরা লাইভে তাদেরকে মারামারি করতেই দেখেন যেমনটা আমরা দেখে থাকে।

 

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

কীভাবে ল্যাপটপ/কম্পিউটারের যত্ন নেয়া যায়?

এটির আসল উত্তর ছিল: ল্যাপটপের যত্ন নিতে হয় কীভাবে?


আপনি জানেন কি? বেশিরভাগ সময় আপনি নিজেই নিজের ল্যাপটপ ধ্বংস করার জন্য প্রধান দায়ী হয়ে থাকেন?

এই দুনিয়ার কোন কিছুই চিরস্থায়ী নয়, আর ইলেকট্রনিক জিনিষের তো আরো বেশি করে ভরসা নেই। কিন্তু ঠিকঠাক মতো ইউজ করলে আপনার ল্যাপটপ আরো কয়েক বছর বেশি স্থায়ী হতে পারে। আপনার ল্যাপটপ যদি সময়ের আগেই নষ্ট হওয়ার সিগন্যাল দিতে শুরু করে তাহলে বুঝবেন, আপনার নিজের অজান্তেই কিছু সমস্যা রয়েছে। সঠিক অভ্যাস তৈরি করে ল্যাপটপ ইউজ করলে ল্যাপটপের আয়ু বাড়ানো সম্ভব হবে।

ফ্ল্যাট সার্ফেসে ল্যাপটপ ইউজ করুন

অনেকেই কোলে নিয়ে ল্যাপটপ ইউজ করেন, অনেকেই রয়েছেন যারা বিছানার উপরে ল্যাপটপ ইউজ করেন। এতে ল্যাপটপের ব্যাটারি আয়ু এবং হার্ডওয়্যার আয়ু অনেক গুনে কমে যায়। ল্যাপটপ নরম কোন সার্ফেসে রাখলে এতে ঠিক মতো বায়ু সঞ্চালিত হতে পারে না, কুলিং ফ্যান গুলো ল্যাপটপের হার্ডওয়্যার ঠাণ্ডা করতে পারে না, কেনোনা ভেতরের গরম বাতাস গুলো বাইরে বের হতে পারে না ঠিক মতো।

এভাবে ল্যাপটপের তাপমাত্রা বাড়তে থাকে। ল্যাপটপ যতো গরম হবে প্রসেসর নিজেকে ততোবেশি স্লো করে দেবে ফলে পারফর্মেন্স কমে যাবে। সাথে গরম পরিবেশে ল্যাপটপ ব্যাটারির সম্পূর্ণ বারো বেজে যাবে। বেস্ট সলিউশন হচ্ছে সবসময় ফ্ল্যাট এবং শক্ত সার্ফেসে রেখে ল্যাপটপ ইউজ করা। এতে ল্যাপটপের নিচের দিকের বায়ু সঞ্চালনের রাস্তা গুলো ও ভাল কাজ করার সুবিধা পাবে।

ল্যাপটপের জন্য অনেক ডেডিকেটেড স্ট্যান্ড পাওয়া যায়, সেগুলোকে ল্যাপটপ ঠাণ্ডা রাখার জন্য কুলিং ফ্যান সিস্টেম থাকে, এতে ল্যাপটপ গরম হয় না। এরকম ল্যাপটপ স্ট্যান্ড বিভিন্য দামের মধ্যে পাওয়া যায় বাজারে, ৫০০ টাকা থেকে শুরু করে নানান দামের ল্যাপটপ স্ট্যান্ড কিনতে পাবেন। আমি এই অবহেলা করার ফলে আপনার ল্যাপটপ ব্যাটারি যেখানে পূর্বে ৫-৬ ঘণ্টা ব্যাকআপ প্রদান করতো সেটা এখন ২০ মিনিট ব্যাকআপ দেয়!

ল্যাপটপের ব্যাটারি ০% ডিসচার্জ করবেন না

একটি ব্যাটারি ঠিক কতোবার চার্জ ও ডিসচার্জ হতে পারে তার একটি লিমিট রয়েছে। আপনি যদি বারবার ০% পর্যন্ত ডিসচার্জ করে ফেলেন তারপরে আবার ১০০% পর্যন্ত চার্জ করেন আপনার ল্যাপটপ ব্যাটারির আয়ু ৫০% বার আরো দ্রুত কমে যাবে। তাছাড়া ল্যাপটপ ব্যাটারি সঠিক চার্জ করার পদ্ধতি নিয়ে আমার ডেডিকেটেড আর্টিকেল রয়েছে, যা এখানে চেক করতে পারেন।

ল্যাপটপ অন করতে না করতেই ইউজ করা শুরু করবেন না

আপনার উইন্ডোজ ল্যাপটপ অন করলেন, পিসি আপনাকে ওয়েক্যাল ম্যাসেজ শো করলো, কিন্তু এর মানে এটা নয় পিসি ইনস্ট্যান্ট ইউজের জন্য রেডি হয়ে গেছে। কিছুটা সময় নিয়ে অপেক্ষা করা উচিৎ, অন্তত যতোক্ষণ মাউস পয়েন্টার থেকে বিজি আইকন সরে না যায়।

ল্যাপটপ অন হওয়ার সাথে সাথেই অনেক বড় কাজের চাপ চাপিয়ে দিলে ল্যাপটপ সেগুলোকে ঠিক মতো প্রসেস করতে পারবে না। কেনোনা সিস্টেম রান করতে প্রসেসরকে প্রথমেই অনেক কাজ করতে হচ্ছে এর মধ্যে নতুন টাস্ক প্রসেসর হ্যান্ডেল করতে নাও পরে, যদি এক্কেবারে সুপার হাই কনফিগ ল্যাপটপ হয় সে কথা আলাদা! এই ভুল করার মাধ্যমে ল্যাপটপ বা অপারেটিং সিস্টেম হ্যাং হয়ে যেতে পারে আর সাথে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম নিজেই ক্র্যাশ করতে পারে।

চার্জে লাগিয়েই বেশিক্ষণ ল্যাপটপ ইউজ করলে ব্যাটারি খুলে নিন!

অনেকেই রয়েছেন, যারা ল্যাপটপ বাসাতেই বেশি ইউজ করেন, সেক্ষেত্রে চার্জার সর্বদা প্লাগ করা থাকে ল্যাপটপের সাথে। এতে ব্যাটারি আয়ু কমে যায়। হ্যাঁ, আপনার ল্যাপটপ ব্যাটারিতে ওভার চার্জ প্রোটেকশন রয়েছে, কিন্তু অনেক বেশি সময় ধরে চলা হিট থেকে আপনার ব্যাটারি ক্ষতিগ্রস্থ হতে পারে।

যদি ল্যাপটপ বাসায় চার্জে প্ল্যাগ করেই বেশি ইউজ করেন, সেক্ষেত্রে বলবো ব্যাটারি ৬০-৭০% চার্জ হওয়ার পরে খুলে রেখে দিন। খুলে রাখবেন কোথায় জানেন তো? বেস্ট জায়গা হচ্ছে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া। ডীপ ফ্রিজে নয় জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। রাখার পূর্বে অবশ্যই ভালো কোন পলিথিন দিয়ে ব্যাটারিটি প্রটেক্ট করে নিতে পারেন, এতে ফ্রিজের পানি থেকে ব্যাটারি দূরে থাকবে! এভাবে বহুদিন ল্যাপটপের ব্যাটারি ভালো রাখা যেতে পারে!

অপারেটিং সিস্টেমকে যত্নে রাখুন

আপনার ল্যাপটপকে ঠিকঠাক রাখার জন্য যে কাজ গুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটি ভালো অভ্যাস তৈরি করুন। অপ্রয়জনিয় সফটওয়্যার ইন্সটল করা থেকে বিরত থাকুন। যদি সিস্টেমে অকাজের সফটওয়্যার ইন্সটল করা থাকে সেগুলোকে আনইন্সটল করে দিন। নিয়মিত রেজিস্ট্রি ক্লিন করুন, টেম্পোরারি ফাইল গুলো রিমুভ করুন, এসএসডিতে বেশি ডাটা রীড-রাইট করা থেকে বিরত থাকুন। ভালো অ্যান্টিভাইরাস এবং অ্যান্টিম্যালওয়্যার প্রোগ্রাম ইউজ করুন, সেগুলোকে নিয়মিত আপডেটেড রাখুন।

সাথে আপনার উইন্ডোজকে আপডেটেড রাখুন, ভুল করেও আপডেট বন্ধ করে রাখবেন না। যদি উইন্ডোজ ডিফেন্ডার ইউজ করেন সেক্ষেত্রে সেটাকে সব সময় আপডেটেড রাখুন। যদি সম্ভব হয় শুধু অরিজিনাল ড্রাইভার সফটওয়্যার ইউজ করুন। পিসির ড্রাইভার গুলোকে আপডেটেড রাখুন, ক্র্যাক বা প্যাচ করা সফটওয়্যার ইউজ করা থেকে বিরত থাকুন এবং নিয়মিত ভাইরাস ও ম্যালওয়্যার স্ক্যান করুন।

সরাসরি রোদে ল্যাপটপ ইউজ করবেন না

অনেক সময় ল্যাপটপ বাইরে ইউজ করার দরকার পরতে পারে, কিন্তু সেটাকে সরাসরি রোদে রেখে ইউজ করা উচিৎ নয়। এতে আপনার পিসি অনেক দ্রুত গরম হয়ে যাবে ফলে ব্যাটারি লাইফ কমে যাবে ও পারফর্মেন্স ডাউন হয়ে যাবে। এমন জায়গায় ল্যাপটপ রাখবেন না যেখানে অনেক ধুলো রয়েছে, এতে ল্যাপটপের বায়ু সঞ্চালনের পথে ধুলো ময়লা ল্যাপটপে প্রবেশ করতে পারে।

সরাসরি সূর্যের আলো ল্যাপটপের স্ক্রীনে লাগতে দেবেন না, এতে ল্যাপটপ স্ক্রীন নষ্ট হয়ে যেতে পারে। সূর্যের আলোতে সরাসরি ল্যাপটপ স্ক্রীন এক্সপোজ করলে বেশির ভাগ সময়ই স্ক্রীনের সমস্যা দেখা দিতে পারে। আর হ্যাঁ ল্যাপটপ স্ক্রীন মোছার সময়ে যেকোনো কাপড় বা টিস্যু পেপার ইউজ করবেন না। এতে ল্যাপটপের স্ক্রীনের উপরে দেওয়া কোটিং নষ্ট হয়ে যেতে পারে। শুধু বাইরে নয়, বাসার মধ্যেও এমন জানালার পাশে ল্যাপটপ রাখবেন না যেখানে রোদের তীব্রতা রয়েছে ল্যাপটপ স্ক্রীন পরিষ্কার করার জন্য মাইক্রো ফাইবার কাপড় ইউজ করুন।

 

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯

পবিত্র কুরআনের বিস্ময়কর তথ্য - The wonderful information of the Holy Quran

❤️ পবিত্র কুরআনের বিস্ময়কর তথ্য ❤️


★পুরুষ শব্দটা এসেছে ২৪বার।
★নারী শব্দটি এসেছে ২৪বার।

★আদেশ শব্দটি এসেছে ১০০০বার।
★নিষেধ শব্দটি এসেছে১০০০বার।

★হালাল শব্দটি এসেছে ২৫০বার।
★হারাম শব্দটি এসেছে ২৫০বার।

★জান্নাত শব্দটি এসেছে ১০০০ বার।
★জাহান্নাম শব্দটি এসেছে১০০০বার।

★দুনিয়া শব্দটি এসেছে ১১৫বার।
★আখেরাত শব্দটি এসেছে ১১৫বার।

★ফেরেস্তা শব্দটি এসেছে ৮৮বার।
★শয়তান শব্দটি এসেছে ৮৮বার।

★জীবন শব্দটি এসেছে ১৪৫বার।
★মৃত্যু শব্দটি এসেছে ১৪৫বার।

★উপকার শব্দটি এসেছে ৫০বার।
★ক্ষতিকর শব্দটি এসেছে ৫০বার।

★মানুষ শব্দটি এসেছে ৩৬৮বার।
★রাসূল শব্দটি এসেছে ৩৬৮বার

★জিহ্বা শব্দটি এসেছে ২৫বার।
★উত্তম বাক্য শব্দটি এসেছে ২৫বার।

★মাস শব্দটি এসেছে ১২বার
   আর
★দিন শব্দটি এসেছে ৩৬৫বার।

**সুবহানাল্লাহ! আল্লাহ মহান ।
হে আল্লাহ তুমি জিব্রাইল,মিকাঈল,ইস্রাফিলের রব । 
আসমান ও জমীন সৃষ্টকারী, দৃশ্য ও অদৃশ্য জ্ঞানের অধীকারি । 
তুমিই বান্দাদের বিতর্কিত বিষয়ে ফয়সালা প্রদানকারী । মানুষের বিতর্কিত বিষয়ে আপনি আমাদেরকে সঠিক পথের দিশা দান করুন ।নিশ্চয়ই তুমি যাকে ইচ্ছা কর সঠিক পথের দিশা প্রদান করো । 

বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯

Yao Ming সম্পর্কে জানুন!

এই ব্যক্তির নাম অনেকেই জানেন না 😋
তবে ছবি দেখেন প্রায় সময়ই ...😀

তাদের জন্য তার সংক্ষিপ্ত পরিচয় দিচ্ছিঃ-
👉 তার নামঃ Yao ming
👉 জাতীয়তাঃ চাইনিজ
👉 পেশাঃ একজন খেলোয়াড়
তবে, সে একটা ডকুমেন্টারি ফিল্মে অভিনয় করেছে!
মুভির নামঃ The Year of The Yao 😋 

[ উনার সম্পর্কে আরো কিছু জেনে থাকলে অনুগ্রহ করে কমেন্ট বক্সে লিখুন... ]

You can read more

কোরআন ও হাদিস স্বীকৃত আয়াতে শেফা বা সুস্থ হবার তদবির

সুস্থতা-অসুস্থতা উভয়টিই আল্লাহর নেয়ামত। সুস্থ হলে মানুষ বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। শোকর আদায় করে কৃতজ্ঞ হতে পারে। আর অসুস্থ হলে আল্লা...