বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর টা কি আসল ???

আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের Scientific Calculator টি কি আসল! না নকল!
আজ আমি সেটা ই চেক করার পদ্ধতি আপনাদের বলবো :
এর জন্য Calculator টি MS বা ES মডেলের হতে হবে । TL মডেলে কাজ করবে না ।

প্রথমে Calculator টির SHIFT, 7, ON তিন টি কী একত্রে চাপুন :

এতে Calculator এর পুরো স্ক্রিন কালো হয়ে যাবে ।

ভয় পাওয়ার কিছু নেই, এবার :
MS মডেলে: SHIFT চাপতে থাকুন (১৪ বার) যতক্ষন পর্যন্ত "O"না আসে।

ES মডেলে: SHIFT চাপতে থাকুন (৫ বার) যতক্ষন পর্যন্ত "Press AC"না আসে, তারপর AC চাপুন, এখন Contrast ঠিক করতে চাইলে "<REPLY>" চাপুন, আবার AC চাপুন, "O" আসবে
এবার নিচের চিত্র অনুযায়ী , "SHIFT" হতে "=" পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন ("ON" বাদে)

ডান পাশের ম্যসেজ দেখালে বুঝবেন আপনার CASIO Scientific Calculator টি ১০০% আসল
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন

------------------ধন্যবাদ-----------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

You can read more

কোরআন ও হাদিস স্বীকৃত আয়াতে শেফা বা সুস্থ হবার তদবির

সুস্থতা-অসুস্থতা উভয়টিই আল্লাহর নেয়ামত। সুস্থ হলে মানুষ বেশি করে আল্লাহর ইবাদত করতে পারে। শোকর আদায় করে কৃতজ্ঞ হতে পারে। আর অসুস্থ হলে আল্লা...