BCS লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
BCS লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

জেনে রাখা ভাল!

৪০ টি সর্ট ফর্মের পূর্ণরূপ :

১। GPA - এর পূর্ণরূপ—Grade point Average
২। J.S.C - এর পূর্ণরূপ — Junior School Certificate.
৩। J.D.C - এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate.
৪। S.S.C - এর পূর্ণরূপ — Secondary School Certificate.
৫। H.S.C - এর পূর্ণরূপ — Higher Secondary Certificate.
৬। A.M - এর পূর্ণরূপ — Ante meridian.
৭। P.M - এর পূর্ণরূপ — Post meridian.
৮। B. A - এর পূর্ণরূপ — Bachelor of Arts.
৯। B.B.S - এর পূর্ণরূপ — Bachelor of Business Studies.
১০। B.S.S - এর পূর্ণরূপ — Bachelor of Social Science.
---
১১। B.B.A - এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
১২। M.B.A - এর পূর্ণরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
১৩। B.C.S - এর পূর্ণরূপ — Bangladesh Civil Service.
১৪ । M.A. - এর পূর্ণরূপ — Master of Arts.
১৫। B.Sc. - এর পূর্ণরূপ — Bachelor of Science.
১৬। M.Sc. - এর পূর্ণরূপ — Master of Science.
১৭। B.Sc. Ag. - এর পূর্ণরূপ — Bachelor of Science in Agriculture .
১৮। M.Sc.Ag.- এর পূর্ণরূপ — Master of Science in Agriculture.
১৯ । M.B.B.S. - এর পূর্ণরূপ — Bachelor of Medicine, Bachelor of Surgery.
২০। M.D. - এর পূর্ণরূপ — Doctor of Medicine./ Managing director.
-----
২১। M.S. - এর পূর্ণরূপ — Master of Surgery.
২২। Ph.D./ D.Phil. - এর পূর্ণরূপ — Doctor of
Philosophy (Arts & Science)
২৩। D.Litt./Lit. - এর পূর্ণরূপ — Doctor of
Literature/ Doctor of Letters.
২৪। D.Sc. - এর পূর্ণরূপ — Doctor of Science.
২৫। B.C.O.M - এর পূর্ণরূপ — Bachelor of
Commerce.
২৬। M.C.O.M - এর পূর্ণরূপ — Master of
Commerce.
২৭। B.ed - এর পূর্ণরূপ — Bachelor of education.
২৮। Dr. - এর পূর্ণরূপ — Doctor.
২৯। Mr. - এর পূর্ণরূপ — Mister.
৩০। Mrs. - এর পূর্ণরূপ — Mistress.
-----
৩১। M.P. - এর পূর্ণরূপ — Member of Parliament.
৩২। M.L.A. - এর পূর্ণরূপ— Member of Legislative Assembly.
৩৩। M.L.C - এর পূর্ণরূপ — Member of Legislative Council.
৩৪। P.M. - এর পূর্ণরূপ — Prime Minister.
৩৫। V.P - এর পূর্ণরূপ — Vice President./ Vice Principal.
৩৬। V.C- এর পূর্ণরূপ — Vice Chancellor.
৩৭। D.C- এর পূর্ণরূপ— District Commissioner/ Deputy Commissioner.
৩৯। S.P- এর পূর্ণরূপ — Superintendent of police
৪০। S.I - এর পূর্ণরূপ — Sub Inspector( of Police.)

১০০ টি ইংরেজি শর্ট ডায়ালগ

১০০ টি ইংরেজি শর্ট ডায়ালগ, কথা বলতে যা প্রায়ই ব্যবহার হয়ঃ 

✪ Definitely – অবশ্যই
✪ Let it pass - ছেড়ে দিন।
✪ Obviously – স্পষ্টত, সম্ভবত
✪ I’m off - আমি গেলাম।
✪ As if - যেন, কি যে হতো
✪ My goodness! - একি!
✪ How come - কি ব্যাপার?
✪ Damn it! - চুলায় যাক!
✪ What a surprise!- হটাৎ যে!
✪ Go to the devil! – গোল্লায় যাক!
✪ What about you? – তোমার খবর কি?
✪ What’s up - কি খবর?
✪ Carry on - চালিয়ে যাও
✪ Wow - বাহ, দারুন তো
✪ What a mess! - কি এক ঝামেলা!
✪ Oh shit - ধ্যাত্তেরি
✪ Yes, go on - হ্যা, বলতে থাক
✪ Oh dear! - বলো কী!
✪ Hi guys - হ্যালো বন্ধুরা
✪ Good job! – সাবাশ!
✪ So what? – তাতে কি?
✪ Oh, no! - এ হতে পারেনা!
✪ Pay attention! - মনোযোগ দিন!
✪ It’s your turn - এবার তোমার পালা
✪ I'm at a loss - কি বলব ভেবে পাচ্ছিনা!
✪ Heiya! It is you I see - আরে তুমি যে!
✪ Oh! come on - আহ! একটু বুঝতে চেষ্টা করো
✪ so so - মোটামোটি
✪ So be it - তবে তাই হোক
✪ Who cares! – কার কি যায় আসে!
✪ Excuse me - এই যে শুনুন
✪ Not a bit - একটুও না
✪ That’s fantastic - এটা সত্যি চমৎকার
✪ Next to nothing - বলতে গেলে কিছুই না
✪ Mind your language - ভাষা সংযত করো
✪ Come to the point – আসল কথা বল
✪ That's right - ঠিক বলেছেন
✪ To be frank - খোলাখুলি ভাবে বলতে গেলে।
✪ Really pleased - সত্যি আনন্দিত
✪ I am delighted- আমি আনন্দিত ।
✪ So kind of you! - আপনার দয়া।
✪ Anybody home? - বাড়িতে কেউ আছেন?
✪ Keep quiet - চুপ কর
✪ No entrance - প্রবেশ নিষেধ
✪ It’s enough - যথেষ্ট হয়েছ
✪ What happened - কি হয়েছে
✪ What an idea! - কি বুদ্ধি!
✪ Well done - সাবাশ
✪ Indeed! - সত্যি!
✪ How peaceful! - কি শান্ত!
✪ Get lost - বিদায় হোন।
✪ Let me see - আমাকে দেখতে দাও
✪ Oh sure - ও নিশ্চয়ই
✪ Who knows! – কে জানে!
✪ Bullshit! – বাজে কথা
✪ But who cares! - কে ধারধারে!
✪ No more buts - আর কোন কিন্তু নয়
✪ How so – তা কি করে হয়?
✪ I think so - আমি তাই মনে করি
✪ Calm down - শান্ত হও
✪ Let’s have a look - চল দেখি
✪ Let’s run away - চলো এক্ষুনি পালাই
✪ I am getting wet - আমি ভিজে যাচ্ছি
✪ I don’t care! – আমার কিছু যায় আসেনা!
✪ How else – আর কিভাবে?
✪ Little by little – ক্রমান্বয়ে।
✪ Is it so! - তাই নাকি!
✪ If you do case - যদি আপনি চান
✪ Have a good day - ভাল একটি দিন কাটাও।
✪ Let’s sit somewhere - চল কোথাও বসি
✪ So far so good - এ পর্যন্ত সবই ভালো
✪ I tend to think – আমার কেন যেন মনে হয়।
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।
✪ I don’t mind – আমি কিছু মনে করি না।
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ Keep your word – তোমার কথা রেখো।
✪ Nothing is impossible – কোন কিছুই অসম্ভব নয়।
✪ Whatever (you want) – তুমি যা চাও।
✪ Whatever you do? – তুমি যা কর।
✪ Why should I care? – কেন আমি পরোয়া করব?
✪ Something else – অন্য কিছু।
✪ Nothing else – অন্য কিছুই না।
✪ Talk sense - চিন্তা করে কথা বল
✪ Don’t say anymore – আর কিছু বলো না।
✪ Forget it - ও ভুলে যাও।
✪ What a pity- কি দু:খজনক ।
✪ Hold on - লাইনে থাকুন
✪ Do it at once! - এক্ষুনি কর!
✪ Speak with care - সাবধানে কথা বল।
✪ How strange! - কি অদ্ভুত!
✪ By the grace of Allah - আল্লাহার রহমতে
চ্যাপ্টা লেজের সামুদ্রিক সাপ ভীষণ বিষধর৷ এই ধরনের সাপ কামড়ালে প্রাণে বাঁচানো মুশকিল৷ এএসভি ইঞ্জেকশন এই সাপের কামড়ে কাজ করে না৷

প্রাথমিক চিকিৎসা

‘RIGHT’ ফর্মুলা মাথায় রাখতে হবে৷ R(Reassurance)–প্রথমে রোগীকে আশ্বস্ত করতে হবে৷ কারণ রোগী খুবই আতঙ্কের মধ্যে থাকেন৷ আতঙ্ক মৃত্যু ডেকে আনতে পারে৷ রোগীকে বোঝান সাপের কামড়ে আক্রান্ত বহু মানুষ চিকিত্সার ফলে বেঁচে উঠেছে৷ আপনি নিশ্চিন্ত থাকুন৷

I(Immobilization)–যত কম নাড়াচাড়া হবে, তত কম হারে বিষ সারা শরীরে ছড়াবে৷ স্কেল বা বাঁশের টুকরো সহ হাতে বা পায়ে (যে অংশে কামড়াবে) কাপড় দিয়ে হাল্কা করে বেঁধে দিন৷ হাত বা পা যাতে তিনি ভাঁজ করতে পারেন তাই এই ব্যবস্থা৷

GH(Go to Hospital)–ফোন করে জেনে নিন আপনার নিকটতম হাসপাতালে এএসভি, নিওস্টিগনিন, অ্যাট্রোপিন এবং অ্যাড্রিনালিন আছে কি না৷ মাথায় রাখবেন, সাপের কামড়ের সম্পূর্ণ চিকিৎসা একটি ব্লক প্রাইমারি হেল্থ সেণ্টারেই সম্ভব৷

T(Tell Doctor For Treatment)–হাসপাতালে গিয়ে চিকিৎসককে সাপের কামড়ের চিকিৎসা করতে বলুন৷ রোগীর কথা জড়িয়ে যাওয়া, নাকি সুরে কথা বলা, চোখের পাতা পড়ে আসা এগুলি লক্ষ্য করতে চিকিৎসককে জানান৷

রুল অফ ১০০

সাপে কামড়ানোর ১০০ মিনিটের মধ্যে ১০০ মিলিলিটার এএসভি শরীরে প্রবেশ করালে রোগী বেঁচে যাবে৷

খেয়াল রাখুন, ডাক্তারকে বলুন

পথে আসার সময় কামড়ের জায়গায় ফোলা কতটা বৃ‌দ্ধি পেয়েছে৷ ঠিক কত সময় আগে রোগী বলছেন যে চোখ বন্ধ হয়ে আসছে৷ কতক্ষণ পর্যন্ত রোগী কথা বলতে পেরেছেন৷

কী করবেন

  • শান্ত থাকবেন
  • কাছাকাছির মানুষজনকে ডাকবেন৷
  • হাতে ঘড়ি বা চুড়ি, বালা থাকলে খুলতে হবে৷
  • ক্ষতস্থান যত সম্ভব স্থির রাখতে হবে৷
  • যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে যেতে হবে৷

কী করবেন না

  • কোনওরকম বাঁধন দেবেন না৷
  • কামড়ের জায়গায় কোনও কেমিক্যাল লাগাবেন না৷
  • কামড়ের স্থানে ঠান্ডা, গরম, বরফ জল দেবেন না৷
  • কেটে চিরে বিষ বের করার চেষ্টা করবেন না৷
  • মনে রাখবেন, সাপ যখন কামড়ায় তার বিষ দাঁতের মাধ্যমে ইঞ্জেকশনের মতো শরীরের ভিতরে চলে যায়৷ বিষ পাম্প বলে একরকম অবৈজ্ঞানিক বস্তু প্রয়োগ করে ভোজবাজি দেখানো হচ্ছে৷ এগুলি সব অর্থহীন৷ উল্টে চন্দ্রবোড়া সাপের কামড়ের পর ক্ষতস্থান চিরলে মারাত্মক রক্তপাত হতে পারে৷
  • রোগী নিজে দৌড়ে বা সাইকেল চালিয়ে আসবেন না৷
  • সাপ ধরে হাসপাতালে আনার দরকার নেই৷

সাপ ঠেকাবেন কীভাবে?

  • বাড়ির চারপাশ পরিচছন্ন রাখুন৷ কার্বলিক অ্যাসিড শরীরে লাগলে ক্ষতি হয় তাই ব্যবহার না করাই ভাল৷ চুনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে ছড়িয়ে দিন৷ এর ঝাঁঝালো গন্ধে সাপ আসে না৷
  • রাতে অবশ্যই বিছানা ঝেড়ে মশারি টাঙিয়ে শোবেন৷ দরজা-জানলার নিচে ফাঁকা জায়গা কাপড় গুঁজে ভরাট করে রাখতে পারেন৷
  • অন্ধকারে হাঁটাচলা করবেন না৷ হাতে লাঠি নিয়ে রাস্তা ঠুকে চলুন৷ হাততালি দিয়ে লাভ নেই, কারণ সাপের কান নেই৷
  • জুতো পরার আগে সেটা ঝেড়ে নিন৷ মাটির বাড়িতে ইঁদুরের গর্ত থাকলে তা বুজিয়ে ফেলু৷৷
  • ধন্যবাদ ৷৷
✪ How absurd! - কি বাজে বকছো!
✪ Good riddance! - যাক বাচা গেল!
✪ Just for asking - চাইলেই পাওয়া যায়
✪ Stand in queue - লাইনে দাঁড়ান
✪ No smoking - ধূমপান নিষেধ
✪ Let me digress - একটু ভিন্ন প্রসঙ্গে যাওয়া যাক
✪ I swear I will - কসম আমি করব ।
✪ I give up - আমি ছেড়ে দিয়েছি ।
✪ Pardon me - ক্ষমা কর
✪ If so, so what - যদি তাই হয় তাতে কী
✪ I suppose so – আমিও সেটা ধারণা করছি।

আপনার সায়েন্টিফিক ক্যালকুলেটর টা কি আসল ???

আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের Scientific Calculator টি কি আসল! না নকল!
আজ আমি সেটা ই চেক করার পদ্ধতি আপনাদের বলবো :
এর জন্য Calculator টি MS বা ES মডেলের হতে হবে । TL মডেলে কাজ করবে না ।

প্রথমে Calculator টির SHIFT, 7, ON তিন টি কী একত্রে চাপুন :

এতে Calculator এর পুরো স্ক্রিন কালো হয়ে যাবে ।

ভয় পাওয়ার কিছু নেই, এবার :
MS মডেলে: SHIFT চাপতে থাকুন (১৪ বার) যতক্ষন পর্যন্ত "O"না আসে।

ES মডেলে: SHIFT চাপতে থাকুন (৫ বার) যতক্ষন পর্যন্ত "Press AC"না আসে, তারপর AC চাপুন, এখন Contrast ঠিক করতে চাইলে "<REPLY>" চাপুন, আবার AC চাপুন, "O" আসবে
এবার নিচের চিত্র অনুযায়ী , "SHIFT" হতে "=" পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন ("ON" বাদে)

ডান পাশের ম্যসেজ দেখালে বুঝবেন আপনার CASIO Scientific Calculator টি ১০০% আসল
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন

------------------ধন্যবাদ-----------------------

Check Your Scientific Calculator!

HELLO TUNERS! আমি শরিফুল ইসলাম । আশা করি ভাল আছেন. আমাদের দেশে ছাত্ররা CASIO FX-991MS SCIENTIFIC CALCULATOR ব্যবহার করে। আমরা সাধারণত একটা CALCULATOR ON বাটন প্রেস করে অন করি.কিন্তু CASIO FX-991MS CALCULATOR টি 100 WAY তে ON করা সম্ভব । তো যেভাবে আপনি ON CLICK না করে ON করতে পারবেন তা নিচে দেয়া হল।
(বাটন গু্ল একসাথে প্রেস করবেন,আলাদা করে নয়.)(+ গুল সংযোগ বুঝানোর জন্য.
* এর মাধ্যমে একটু হার্ড প্রেস বুঝানো হয়েছে.+ & * প্রেস করবেন না)


1.SHIFT+ENG+ANS
2.SHIFT+.,,,+=
3.ALPHA+(-)+=
4.MODE+COS+=
5.MODE+,+ANS
6.UPARROW+ ( +ANS
7.DOWNARROW+ ( +ANS
8.LEFTARROW+ ( +ANS
9.RIGHTARROW+ ( +ANS
10.UPARROW+HYP+=
11.DOWNARROW+HYP+=
12.LEFTARROW+HYP+=
13.RIGHTARROW+HYP+=
14.UPARROW+SIN+=
15.DOWNARROW+SIN+=
16.LEFTARROW+SIN+=
17.RIGHTARROW+SIN+=
16.ALPHA+RCL+ANS
17.SHIFT+2+.
18.UPARROW+9+EXP
19.downARROW+9+EXP
20.leftARROW+9+EXP
21.RIGHTARROW+9+EXP
22.ALPHA+1+.
23.UPARROW+3+.
24.DOWNARROW+3+.
25.LEFTARROW+3+.
26.RIGHTARROW+3+.
27.UPARROW+DEL+EXP
28.DOWNARROW+DEL+EXP
29.LEFTARROW+DEL+EXP
30.RIGHTARROW+DEL+EXP
31.MODE+AC+EXP
32.ALPHA+7+EXP
33.SHIFT+8+EXP
34.MODE+-(MINUS)+.
35.UPARROW+CONST+0*.
36.DOWNARROW+CONST+0*.
37.LEFTARROW+CONST+0*.
38.RIGHTARROW+CONST+0*.
39.UPARROW++(PLUS)+.
40.DOWNARROW++(PLUS)+.
41.LEFTARROW++(PLUS)+.
42.RIGHTARROW++(PLUS)+.
43.UPARROW+LN+fdx+^1/2(rootbutton)+0*.
44.downARROW+LN+fdx+^1/2(rootbutton)+0*.
45.leftARROW+LN+fdx+^1/2(rootbutton)+0*.
46.rightARROW+LN+fdx+^1/2(rootbutton)+0*.
47.UPARROW+fdx+ENG+ANS
48.DOWNARROW+fdx+ENG+ANS
49.LEFTARROW+fdx+ENG+ANS
50.RIGHTARROW+fdx+ENG+ANS
51.UPARROW+,+ +(PLUS)+ -(MINUS)+ANS+=
52.DOWNARROW+CALC+RCL+ANS
53.UPARROW+CALC+RCL+ANS
54.RIGHTARROW+CALC+RCL+ANS
55.LEFTARROW+CALC+RCL+ANS
56.UPARROW+LN+x^2+0*.
57.DOWNARROW+LN+x^2+0*.
58.LEFTARROW+LN+x^2+0*.
59.RIGHTARROW+LN+x^2+0*.
60.UPARROW+ M+ + ( +0*.
61.DOWNARROW+ M+ + ( +0*.
62.LEFTARROW+ M+ + ( +0*.
63.RIGHTARROW+ M+ + ( +0*.
64.UPARROW+LN+^+0*>
65.UPARROW+TAN+HYP+0*.
66.DOWNARROW+TAN+HYP+0*.
67.LEFTARROW+TAN+HYP+0*.
68.RIGHTARROW+TAN+HYP+0*.
69.UPARROW+LN+CALC+ab/c+0*.
70.DOWNARROW+LN+CALC+ab/c+0*.
71.RIGHTARROW+LN+CALC+ab/c+0*.
72.UPARROW+LN+LOG+X^-1+0*.
73.RIGHTARROW+LN+LOG+X^-1+0*.
74.SHIFT+X(MULPLE)+5+DEL+EXP
75.MODE+ /(vag symbol)+8+5+EXP
76.SHIFT+7+4+ /(VAG SYMBOL)+5+EXP
77.MODE+ /(VAG SYMBOL)+9+6+EXP
78.UPARROW+TAN+COS+LOG+X^-1+0*.
79.DOWNARROW+TAN+COS+LOG+X^-1+0*.
80.LEFTARROW+TAN+COS+LOG+X^-1+0*.
81.RIGHTARROW+TAN+COS+LOG+X^-1+0*.
82.ALPHA+ M+ +RCL+0*.
83.ALPHA+TAN+(-)+)0*>
84.SHIFT=TAN+.,,,+0*.
85.SHIFT+LN+^1/2(ROOT)+0*>
86.ALPHA+LN+ab/c+0*.
87.ALPHA+CONST+CALC+0*.
88.SHIFT+CONST+fdx+0*.
89.MODE+CONST+X^-1+0*.
90.MODE+LN+LOG+0*.
91.MODE+ M+ +,+0*.
92.MODE+7+4+/(VAG SYMBOL)+EXP
93.MODE+DEL+X(MULTIPLE)+/(VAG SYMBOL)+EXP
94.MODE+HYP+-(MINUS)+3+=
95.MODE+.,,,+2+-(MiNUS)+=
96.MODE+(-)+1+-(MINUS)+=
97.ALPHA+4+5+2+.
98.UPARROW+5+6+2+.
99.DOWNARROW+5+6+2+.
100.UPARROW+COS+X^-1+=


এখানে 100 টা দিসি,কিন্তু আমার কাছে আরও কয়েকটা আছে.এগুল ONLY CASIO FX-991MS তে কাজ করে। কিছু কিছু 100 & 571MS এ কাজ করে। কিন্তু কোন NATURAL DISPLAY CALCULATOR এ কাজ করে না।

মুসলিম বিজ্ঞানীদের অবদান ---

"মুসলমানদের স্মরণীয় ২৫+ টি আবিষ্কার"


১. রসায়নের জনক - (জাবির ইবনে হাইয়ান)
২. বিশ্বের শ্রেষ্ঠ ভূগোলবিদ - (আল-বেরুনি)
৩. আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক - (ইবনে সিনা)
৪. হৃদযন্ত্রে রক্ত চলাচল আবিষ্কারক - (ইবনুল নাফিস)
৫. বীজগর্ণিতের জনক - (আল-খাওয়ারিজমি)
৬. পদার্থ বিজ্ঞানে শূন্যের অবস্থান নির্ণয়কারী - (আল-ফারাবি)
৭. আলোক বিজ্ঞানের জনক - (ইবনে আল-হাইছাম)
৮. এনালিটিক্যাল জ্যামিতির জনক - (ওমর খৈয়াম)
৯. সাংকেতিক বার্তার পাঠোদ্ধারকারী - (আল-কিন্দি)
১০. গুটিবসন্ত আবিষ্কারক - (আল-রাজি)
১১. টলেমির মতবাদ ভ্রান্ত প্রমাণকারী - (আল-বাত্তানি)
১২. ত্রিকোণমিতির জনক - (আবুল ওয়াফা)
১৩. স্টাটিক্সের প্রতিষ্ঠাতা - (ছাবেত ইবনে কোরা)
১৪. পৃথিবীর আকার ও আয়তন নির্ধারণকারী - (বানু মুসা)
১৫. মিল্কিওয়ের গঠন শনাক্তকারী - (নাসিরুদ্দিন তুসি)
১৬. এলজাব্রায় প্রথম উচ্চতর পাওয়ার ব্যবহারকারী - (আবু কামিল)
১৭. ল’ অব মোশনের পথ প্রদর্শক - (ইবনে বাজ্জাহ)
১৮. এরিস্টোটলের দর্শন উদ্ধারকারী - (ইবনে রুশদ)
১৯.ঘড়ির পেন্ডুলাম আবিষ্কারক - (ইবনে ইউনূস)
২০. পৃথিবীর ব্যাস নির্ণয়কারী - (আল-ফরগানি)
২১. পৃথিবীর প্রথম নির্ভুল মানচিত্র অঙ্কনকারী - (আল-ইদ্রিসী)
২২. বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় যন্ত্রের আবিষ্কারক - (আল-জাজারি)
২৩. সূর্যের সর্বোচ্চ উচ্চতার গতি প্রমাণকারী - (আল-জারকালি)
২৪. মানবজাতির সংক্ষিপ্ত ইতিহাস প্রণেতা - (আবুল ফিদা)
২৫. বৈজ্ঞানিক বিপ্লবের অগ্রদূত - (ইবনে আল-শাতির)
২৬. ভূগোলে বিশ্বকোষ প্রণেতা - (আল-বাকরি)
২৭. প্ল্যানেটারি কম্পিউটার আবিষ্কারক - (আল-কাশি)
২৮. বীজগণিঁতের প্রতীক উদ্ভাবক -(আল-কালাসাদি)

Learning Post 📮

এমন হলে কেমন হতো ...

২০২৫ সালের বাছাইকৃত ২৫+ নতুন মেহেদী ডিজাইন

মেহেদী হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী শৈল্পিক সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন উৎসব, বিয়ে, ঈদ কিংবা অন্য যেকোনো বিশেষ অনুষ্ঠানে মেহেদী পরা একটি ঐতিহ্যবাহী অংশ। সময়ের সাথে সাথে মেহেদী ডিজাইনে পরিবর্তন এসেছে, নতুন নতুন স্টাইল ও ট্রেন্ড জনপ্রিয় হয়েছে। ২০২৫ সালে কিছু অনন্য ও নতুন ডিজাইন বিশেষভাবে জনপ্রিয় হবে। চলুন জেনে নেই ২০২৫ সালের বাছাইকৃত ২৫+ নতুন মেহেদী ডিজাইন সম্পর্কে।



হাতের উপরে অংশের একটি গর্জিয়াস মেহেদি ডিজাইন । 




পায়ের রানের উপর অসম্ভব সুন্দর ডিজাইন । 


উভয় হাতের ম্যাচিং নতুন মেহেদী ডিজাইন । 

১. ফুলের নকশাঃ ফুলের নকশা সবসময়ই জনপ্রিয়। ২০২৫ সালে হাতভর্তি ট্র্যাডিশনাল ফ্লোরাল ডিজাইন থাকবে ট্রেন্ডে। এটি বিশেষ করে বিয়ের কনের জন্য উপযুক্ত।
২. মধ্যে এশিয়ার মেহেদী ডিজাইনঃ 
অ্যারাবিক স্টাইল মেহেদী বরাবরের মতোই স্টাইলিশ। ২০২৫ সালে এই ডিজাইনে আরও সূক্ষ্ম ও নান্দনিক প্যাটার্ন দেখা যাবে, যা সহজেই নজর কাড়ে।



৩. কলকাতার মুসলিমদের মেহেদী ডিজাইনঃ 
বিয়ের জন্য সম্পূর্ণ হাত ও পায়ের উপর করা ভারতীয় কনেদের মেহেদী ডিজাইন ২০২৫ সালে খুবই জনপ্রিয় হবে। এতে পেইজলি, ফুল ও মণ্ডলা ডিজাইন বেশি ব্যবহৃত হবে।
৪. ফাঁকা জায়গা রেখে মেহেদী ডিজাইন
নতুন ট্রেন্ডের মধ্যে অন্যতম হলো নেগেটিভ স্পেস মেহেদী ডিজাইন। এতে ডিজাইনের মধ্যে ফাঁকা জায়গা রেখে আধুনিক ও ইউনিক লুক তৈরি করা হয়।




৫. রান্নার মশলা আকৃতির ডিজাইনঃ
মণ্ডলা ডিজাইন খুবই চমৎকার এবং গভীর অর্থবহ। ২০২৫ সালে হাতের তালু ও কব্জিতে বড় আকৃতির মণ্ডলা ডিজাইন বেশ জনপ্রিয় হবে।
৬. স্বর্ণালঙ্কারের মেহেদী ডিজাইনঃ
হাতের আঙুল ও কব্জির সংযোগ স্থানে অলংকারের মতো ডিজাইন করা হয়, যা চুড়ি বা আংটির সাথে মানানসই হয়।


হাতের জন্য আলাদা আলাদা নতুন মেহেদী ডিজাইন । 



৭. ভারতের রাজস্থানের মেহেদি ডিজাইনঃ 
রাজস্থানী মেহেদী ডিজাইনে সম্পূর্ণ হাত ও পা জুড়ে জটিল প্যাটার্ন থাকে। এই স্টাইলটি বিয়ের জন্য বেশ উপযুক্ত।
৮. মর্ডান মেহেদী ডিজাইনঃ 
২০২৫ সালে মেহেদীর সাথে গ্লিটার ব্যবহারের প্রবণতা বাড়বে। এটি হাতে উজ্জ্বলতা আনবে এবং ফ্যাশনেবল লুক দেবে।
৯. আয়না বা মিরর ডিজাইনঃ
হাতের দুই পাশে একই রকম ডিজাইন করে আয়নাবৎ ছাপ তৈরি করা হয়। ২০২৫ সালে এটি খুবই জনপ্রিয় হবে।




১০. তুরস্কের ঐতিহ্যবাহী মেহেদী ডিজাইন
তুরস্কের ঐতিহ্যবাহী জ্যামিতিক ও ফুলেল নকশার সংমিশ্রণ ২০২৫ সালে নতুন ট্রেন্ড আনবে।
১১. আধুনিক মেহেদী ডিজাইন
কম নকশা এবং সূক্ষ্ম রেখার মাধ্যমে আধুনিক মিনিমালিস্ট ডিজাইন ২০২৫ সালে প্রচলিত থাকবে।
১২. 3D মেহেদী ডিজাইনঃ
বিভিন্ন স্তরের শেডিং ও প্যাটার্নের মাধ্যমে 3D ইফেক্ট তৈরি করা হয়, যা হাতে একটি লাইভ ইমপ্রেশন দেয়।
১৩. চেইন ব্রেসলেট মেহেদী ডিজাইনঃ
এতে মেহেদীর মাধ্যমে ব্রেসলেট ও চেইনের মতো ডিজাইন তৈরি করা হয়, যা বেশ আধুনিক।
১৪. গোল্ড ও সিলভার মেহেদীঃ
সোনালী ও রূপালী রঙের মেহেদী ২০২৫ সালে বেশ প্রচলিত হবে, যা পার্টি ও বিশেষ অনুষ্ঠানের জন্য উপযুক্ত।



১৫. কালারফুল মেহেদী ডিজাইনঃ
বিভিন্ন রঙের মেহেদী ব্যবহার করে এই ডিজাইনটি করা হয়, যা বিশেষত ফ্যাশন সচেতন মেয়েদের মধ্যে জনপ্রিয় হবে।
১৬. ফিঙ্গার-টিপ মেহেদী ডিজাইনঃ
শুধুমাত্র আঙুলের ডগায় করা মেহেদী ডিজাইন ২০২৫ সালের একটি নতুন ট্রেন্ড হতে পারে।
১৭. শাড়ি ও লেহেঙ্গা স্পেশাল ডিজাইনঃ
এই ডিজাইন বিশেষভাবে এমনভাবে তৈরি করা হয়, যাতে এটি শাড়ি বা লেহেঙ্গার সাথে মানানসই হয়।
১৮. ন্যাচারাল লতা-পাতার ডিজাইনঃ
প্রাকৃতিক লতা-পাতার ডিজাইন ২০২৫ সালে বেশ জনপ্রিয় হবে, যা হাতে ন্যাচারাল লুক দেবে।
১৯. কার্টুন ক্যারেক্টার মেহেদী ডিজাইনঃ
শিশুদের জন্য জনপ্রিয় কার্টুন বা প্রিয় ক্যারেক্টার নিয়ে ডিজাইন করা হয়, যা কিডস মেহেদী ট্রেন্ডে থাকবে।
২০. ড্রামেটিক রোজ ডিজাইনঃ
বড় আকারের গোলাপ ফুলের নকশা দিয়ে হাতভর্তি করা ডিজাইন ২০২৫ সালের জন্য এক নতুন সংযোজন হবে।



২১. স্টাইলিশ হাফ-হ্যান্ড ডিজাইনঃ
যারা পুরো হাতে মেহেদী চান না, তাদের জন্য আধা-হাত জুড়ে নকশা করা একটি নতুন স্টাইল হবে।
২২. ক্যালিগ্রাফি মেহেদী ডিজাইনঃ 
নামের আদ্যক্ষর বা বিশেষ বাক্য লিখে ডিজাইন তৈরি করা ২০২৫ সালের আরেকটি বিশেষ আকর্ষণ হবে।
২৩. ইন্ডিয়ান রাজকীয় মেহেদী ডিজাইনঃ
ভারতের রাজকীয় মেহেদী নকশার আদলে জটিল ও অলংকারযুক্ত ডিজাইন করা হবে।
২৪. ব্রাইডসমেইড মেহেদী ডিজাইনঃ
বিয়ের কনের পাশাপাশি কনের বন্ধুদের জন্য মেহেদী ডিজাইন আলাদা হবে, যা ২০২৫ সালের ট্রেন্ডে থাকবে।






২৫. পা ও পায়ের আঙ্গুলের মেহেদী ডিজাইন
হাতে মেহেদীর পাশাপাশি পায়ের ডিজাইন ২০২৫ সালে আরও জনপ্রিয় হবে, বিশেষত ব্রাইডাল লুকে।





পা এবং হাতের ম্যাচিং নতুন মেহেদী ডিজাইন । 







হাতের ভেতরের অংশের অনেক সুন্দর একটি ডিজাইন । 






পায়ের নতুন মেহেদী ডিজাইন।






নতুন ডিজাইনে পান পাতা মেহেদী ডিজাইন

২০২৫ সালে মেহেদী ডিজাইনের ক্ষেত্রে বিভিন্ন নতুন স্টাইল জনপ্রিয় হবে। চিরাচরিত ট্র্যাডিশনাল ডিজাইনের পাশাপাশি নতুন ট্রেন্ড যেমন 3D, গ্লিটার, নেগেটিভ স্পেস, ও মিনিমালিস্ট ডিজাইন জনপ্রিয় হয়ে উঠবে। তাই যেকোনো উৎসবে বা বিশেষ দিনে আপনার জন্য উপযুক্ত ডিজাইনটি বেছে নিয়ে নিজের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করুন। 

যদি মেহেদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বন্ধুবান্ধবদের সাথে লেখাটি শেয়ার করতে পারেন । এবং আরো শিক্ষণীয় সকল ধরনের লেখা পেতে আমার ব্লগটি নিয়মিত ভিজিট করুন, ধন্যবাদ 💖

ব্যাংকের পরীক্ষায় বিগত বছর গুলোতে আশা 499 Vocabulary

1: Fortuitous -আকস্মিক

2: Inherent – স্বাভাবিক
3: Legible -সহজপাঠ্য
4: Indelible -অমোচোনীয়
5: Endurable -সহনীয় /টেকসই
6: gregarious -মিশুক /সামাজিক
7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা )
8: Alleviate -উপশম করা
9: Aggravate -অধিক গুরুতর/শোচনীয় করে তোলা
10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা
11: Desultory -নিয়মশৃংখলাহীন
12: Methodical -সুশৃংখল
13: Integral -অপরিহার্য অংশ
14: Dissipate – দূর করা/অপচয় করা
15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া
17: Obliged -বাধিত বা ঋণী হয়েছে এমন
18: Steadfast -অবিচলিত
19: Valiant-সাহসী
20: Repute -সুখ্যাতি
21: Susceptible -স্পর্শকাতর
22: opaque- অস্বচ্ছ
24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম
25: Seething -ফুটে উপচে পড়া এমন
26: Intimate -অন্তরঙ্গ
27: Turbid –ঘোলাটে
28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া
29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি
30: Procession : মিছিল বা শোভাযাত্রা
31: Applaud -প্রশংসা
32: Evasion -এড়িয়ে যাওয়া
33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা
34: Obscure -অন্ধকার
35: Withhold -পেছনে টেনে রাখা বা আটকিয়ে রাখা
36: Generous -উদার
37: Craven -কাপুরুষ
38: Ulterior – গোপন বা অপ্রকাশিত
39: Stated -প্রকাশিত হওয়া
40: Rampage -উত্তেজিত অবস্থা
41: Strident -কর্কশ
42: Euphonious -সুমধুর
43: Laconic -স্বল্পভাষী
44: Verbose -বাকসর্বস্ব
45: Wicked -দুশ্চরিত্র
46: Bureaucrat -সরকারী কর্মকর্তা
47: Reinstate -পুনর্বহাল করা
48: Indict -অভিযুক্ত করা
49: Scam -জালিয়াতি করা
50: Extempore-পূর্বপ্রস্তুতি ছাড়া কোন বক্তব্য দেয়া
51: Elocution – বাচনভঙ্গি
52: Cupid -ধনসম্পত্তির জন্য লোভাতুর
53: Sneer – বিদ্রুপ করা
54: Cynic – যে সর্বদা অপরের ভূল ধরে
55: Tipped – একপাশ বা প্রান্তে উঠানো
56: Sparkle -জ্বলজ্বল করা
57: Lethargic -অলস
58: Distasteful-অপছন্দনীয়
59: Fragrance -সুগন্ধী
60: Restless-অস্থির
61: Crone – বিগত যৌবনা (ঘৃণা অর্থে)
62: Kleptomania -চৌর্য উন্মাদ
63: Anemometer- বাতাসের বেগ নির্ণায়ক যন্ত্র
64: Jaunt : লঘু প্রমোদ ভ্রমণ
65: voyage :সমুদ্র যাত্রা
66: Philatelist -ডাকটিকেট সংগ্রহকারী
67: Vendor -বিক্রেতা
68: Philanthropist -মানবহিতৈষী ব্যক্তি (বিশ্বপ্রেমিক)
69: Misanthrope -মানববিদ্বেষ
70: Highbrow -বড়াইকারী
71: Aristocrat -অভিজাত
72: Expand -আয়তনে বৃদ্ধি করা
73: Proliferate -সংখ্যায় বৃদ্ধি পাওয়া
74: Deflect -ঘুরে যাওয়া
75: Cynical -নৈরাশ্যবাদী
76: Traitor -বিশ্বাসঘাতক
77: Unequivocal-সুস্পষ্ট
78: Gloss -উজ্জ্বল তল
79: Barrier -প্রতিবন্ধক
80: Agile -তৎপর
81: Frisky -চঞ্চল
82: Parallelism -সমান্তরাল
83: Obliquity -বক্রতা
84: Divergence -কেন্দ্রচ্যুতি
85: Disparity -বৈসাদৃশ্য
86: Contrast -বৈপরিত্য
87: Debonair -সদা হাসি খুশি
88: Balmy -স্নিগ্ধ
88: Awkward -বেমানান
89: Windy -ঝড়ো
90: Landscape -প্রাকৃতিক ভূ -দৃশ্য
91: Intellectual -বুদ্বিবৃত্তিক সংস্কৃতিবান
92: Lexicographer -অভিধান রচয়িতা
93: Venerate -সম্মান করা
94: Severe -প্রকট
95: Condemn -তিরস্কার
96: Inculcate -চিত্তনিষ্ঠ
97: Ascend -আরোহণ করা
98: Stern – কঠোর
99: Bend -বাঁকানো
#iamsharif15
100: Eulogistic -উচ্চ প্রশংসাযোগ্য
101: Deleterious -ক্ষতিকর/অনিষ্টকর
102: Impulsive -আবেগপ্রবণ
103: Salubrious -স্বাস্থ্যকর
104: Inclusive -অন্তর্ভুক্তিমূলক
105: Usurp -জবরদখল
106: Discordant – শ্রুতিকটু
107: Harsh -কর্কশ
108: Insouciance -ঔদাসীন্য
109: Composure -ধৈর্য্য
110: Slumber -তন্দ্রা
111: Pretentious -দাম্ভিক
112: Egoistic -স্বার্থপর
113: Grandiose -জমকালো/সুবিশাল
114: Indolent/Lethargic -অলস
115: Disinterested -নির্লিপ্ত
116: Halcyon -শান্ত/শান্তিপূর্ণ
117: Motionless -নিশ্চল
118: Casual -আকস্মিক
119: Harmonious -সুরেলা
120: Venerate-শ্রদ্ধা করা
121: Defame -মানহানি
122: Accuse -অভিযুক্ত
123: Obdurate -অনমনীয়
124: Contrary-বিপরীত
125: Stubborn -একগুঁয়ে
126: Callous -অনুভূতিহীন
127: Pathetic -করুন/মর্মস্পর্শী
128: Rise rapidly -দ্রুততার সাথে বৃদ্ধি
129: Modest -বিনয়ী
130: Rightfully -বৈধ ভাবে
131: Abuse -অপব্যবহার
132: Pithy – সংক্ষিপ্ত
133: Illusive -মায়াময়
134: Luminous -উজ্জ্বল
135: Enigmatic/Puzzling -বিভ্রান্তিকর
136: Notion -ধারণা
137: Congenial -বন্ধুভাবাপন্ন
138: Intrinsic -স্বকীয়/জন্মগত
139: Reprimand /Rebuke -তিরস্কার
140: Humble -বিনীত
141: Obsolete -পুরাতন/অপ্রচলিত
142: Legitimate -আইনসম্মত
143: Fragile – দুর্বল
144: Bona-fide – খাঁটি
145: Spurious -ভেজাল
146: Bondage -বন্দিদশা
147: Debacle -ধ্বংস হওয়া/পতন হয়ে যাওয়া 148: Occupy -দখলে রাখা
149: Amalgamate -একসাথে করা
150: Materialize -দৃষ্টি গোচর হওয়া /বাস্তবে পরিণত হওয়া
151: Generate-উৎপাদন করা
152: Equip -প্রস্তুত করা /সজ্জিত করা
153: Mercury -পারদ/বুধগ্রহ/
দেবরাজের দেবতা
154: Humidity -আদ্রতা
155: Entrepreneur -উদ্যোক্তা
156: Conflict -সংগ্রাম করা
157: Communism -সাম্যবাদ
158: Capitalist -পূঁজিতান্ত্রিক
159: Conduit -পয়ঃপ্রণালী
160: Scissors -কাঁচি
161: Wagon -মালবাহী গাড়ি
162: Saw -করাত
163: Exclusion -বর্জন
164: Condone -উপেক্ষা করা(অপরাধ )
165: Isolation -বিচ্ছিন্নতা
166: Discover -আবিষ্কার করা
167: Suppress -চেপে রাখা
168: Redirect -পুননির্দেশ
169: Belittle -ছোট করা
170: Exhort -উত্সাহিত করা /প্রণোদিত করা /আহ্বান করা
171: Magnanimous : দয়ালু
172: Genesis -শুরু
173: Adapt -খাপ খাওয়ানো
174: Innovate -আবিষ্কার করা
175: Ponder -গভীরভাবে চিন্তা করা
176: Vacillate -দ্বিধা করা
177: Revert -ফিরে আসা
178: Upheld -উপরের দিকে নেওয়া
179: Resist -প্রতিরোধ করা
180: Publicize -প্রচার করা
181: Subvert -ক্ষমতা ধ্বংস করা
182: Refinery -পরিশোধনাগার
183: Ore -আকরিক
184: Merchandise-মালপত্র
185: Mine -খনি
186: Warehouse -মালপত্র রাখার স্থান
187: Lumber -খুব কষ্ট করে হাঁটা
188: Grain -শস্য
189: Gargantuan -খুব বড়
190: Tiny in size -খুব ছোট
191: Irritate -বিরক্ত করা
192: Amplification -ভাবসম্প্রসারণ করা
193: Loaf -পাউরুটি
194: Stale -টাটকা নয় (বাসি )
195:Butter -মাখন
196: Forecast -পূর্বাভাস
197: Override -অগ্রাহ্য করা
198: Diagnosis -রোগ নির্ণয়
199: Estimate -হিসাব
200: Appraisal -কোন কিছুর মূল্য পরিমাপ করা
201: Trivial– নগণ্য /তুচ্ছ
202: Fade -বিবর্ণ হওয়া
203: Inscribe-অন্তর্লিখিত
204: Epitaph -সমাধিস্তম্ভ লিপি
205: Epithet – ডাকনাম/উপাধি
206: Epitome – সংক্ষিপ্ত
207: Scenic -দৃশ্যময়
208: Melancholy -দুঃখ
209: Barren -অনুর্বর
210: Skepticism – সংশয়বাদ
211: Audacity -দুঃসাহস
212: Plausibility -বিশ্বাসযোগ্যতা
213: Conviction-দৃঢ় বিশ্বাস
214: Harmony -সাদৃশ্য
215: Glow -খুশিতে ঝলমল করা
216: Mild -শান্ত
217: Untamed -অশান্ত/বন্য
218: Feeble -দুর্বল
219: Unruly -অবাধ্য
220: Compliance -সম্মতি/প্রতিপালন
221: Adverse -প্রতিকূল
222: In deep water -বিপদে থাকা
223: Hostile -প্রতিকূল/বিরোধী
224: Brevity – সংক্ষিপ্ত ভাবে
225: Wallet -মানি ব্যাগ
226: Tomb -কবর
227: Flexible -নমনীয়
228: Obese -মোটা /স্থূলকায়
229: Tough/Rigid -শক্ত
230: Breakable -ভঙ্গুর
231: Complacency -আত্মতৃপ্তি
232: Conger -সামুদ্রিক বানমাছ
233: Dispatch -কারো উদ্দেশে কোন কিছু পাঠানো
234: Postulate -স্বীকার্য
235: Invisible -অদৃশ্য
236: Inevitable -অনিবার্য
237: Inaudible -যা শোনা যায় না
238: Irresistible -অপ্রতিরোধ্য
239: Expose/Reveal/Uncover/Unearth-প্রকাশ করা
240: Inadvertent/Unintended -অনিচ্ছাকৃত
241: Intentional /Deliberately -ইচ্ছাকৃত ভাবে
242: Accidental -আকষ্মিক
243: Gratifying -তৃপ্তিদায়ক
244: Gracious -সদয়
245: Splendid/Glorious -জমকালো
246: Disgraceful -বাজে/অসুন্দর
247: Conceal -গোপন করা
248: Conciliate -শান্ত করা
249: Benevolent -হিতৈষী
250: Curious -অদ্ভুত
251: Flashy -লোক দেখানো
252: Velocity -বেগ
253: Doctrine -মতবাদ
254: Expound -ব্যাখ্যা করা
254: Confound -বিভ্রান্ত করা
255: Perplex -জটিল করা
256: Multiple -বহুবিধ
257: Composite -যৌগিক
258: Barter -বিনিময় করা
259: Transient -অস্থায়ী
260: Relevant -প্রাসঙ্গিক
261: Enlarge -দীর্ঘায়িত করা
262: Shrink -সংকুচিত করা
263: Slip -পলায়ন/এড়িয়ে যাওয়া/সামান্য ভূল
264: Pact-চুক্তি
265: Expand -বিস্তৃত করা
266: Repercussion -প্রতিক্রিয়া
267: Aftermath -পরিণাম /ফলাফল
268: Influence -প্রভাব
269: Scatter -ছড়িয়ে যাওয়া
270: Accumulate -একত্রিত করা বা জমানো
271: Tentative -অনিশ্চিত/দোদুল্যমান
272: Hyperbolic -অতিরঞ্জিত করে বলা
273: Argumentative -তর্ক বিতর্ক
274: Reasoning -যুক্তিতর্ক
275: Astute -জ্ঞানী/বিচক্ষণ
276: Cogent -প্রবল/অকাট্য
277: Deceived -প্রতারিত হওয়া বা করা
278: Coherent -সামঞ্জস্যপূর্ণ
279: Ailment-ছোট খাটো অসুস্থতা
280: Indigent -অত্যন্ত গরীব
281: Assiduous -অধ্যবসায়ী
282: Harbinger -অগ্রদূত
283: Autocrat -একনায়ক/সৈরশাসক
284: Inauspicious -অশুভ /অকল্যাণসূচক
285: Untenable -টিকিয়ে রাখা যায়না এমন
286: Defensible -টিকানো বা টিকিয়ে রাখা যায় এমন
287: Hypothetical -অনুমান কৃত /প্রকল্পিত
288: Precise -সংক্ষিপ্ত করা
289: Recidivist -অপরাধপ্রবণ
290: Depart -স্থান ত্যাগ করা
291: Recuperative-আরোগ্য হয় এমন/পুনরুদ্ধার হয় এমন
292: Evasive/Elusive -এড়িয়ে যায় এমন বা ধরা যায়না এমন
293: Pensive -চিন্তানিমগ্ন
294: Plethora -আধিক্য বা প্রচুর পরিমাণ
295: Despair -হতাশ
296: Aversion -অনিহা
297: Scarcity -স্বল্প
298: Put up with -সহ্য করা
299: Overt -প্রকাশ্য
300: Erratic -ত্রুটিপূর্ণ/উল্টাপাল্টা
301: Appall/Dismay -আতঙ্কিত করা,মর্মাহত করা
302: Dearth -অভাব
303: Abundance -আধিক্য
304: Superannuate -কাজ বা ব্যবহারের জন্য অতি প্রাচীন /বয়স উত্তীর্ন
305: Innate -সহজাত
306: Solace -সান্ত্বনা
307: Engross -সবসময় কাজে লেগে থাকা
308: Garrulous -বাচাল
309: Punctilious- খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক
310: Observant -দৃষ্টিশীল,মনোযোগী
311: Buried -সমাহিত বা কবর দেয়া হয়েছে এমন
312: Tender -কোমল,পেশা ,প্রস্তাব
313: Preamble -প্রস্তাবনা
314: Commencement -শুরু
315: Preface -প্রস্তাবনা
316: Postscript -অতিরিক্ত বা সর্বশেষ তথ্য
316: Sycophancy -তোষামুদি
317: Escape -পালিয়ে যাওয়া
318: Abscond -আত্মগোপন করা
319: Eternal -চিরন্তন
320: Exult -অত্যন্ত আনন্দিত
321: Jubilate-আনন্দ করা
322: Imprudent -অবিবেচক
323: Sagacity -প্রখর জ্ঞান
324: Reverential -শ্রদ্ধামিশ্রিত
325: Redundant-বাড়তি, অনাবশ্যক
326: Incautious -অবিবেচক
327: Synopsis -সারাংশ
328: Encumber -পথরোধ করা
329: Recapitulate -আলোচনা করা
330: Gourmet -পান ও ভোজন রসিক ব্যক্তি
331: Omnipotent -সর্বশক্তিমান (আল্লাহ )
332: Asylum -আশ্রয় ,নিরপত্তা
333: Sanatorium -স্বাস্থ্যনিবাস
334: Impostor- ভন্ড
335: Mountebank -যে ব্যক্তি চটকদার কথা বলে মানুষকে ঠকানোর চেষ্টা করে
336: Acrimonious-তিক্ত
337: Severe -মারাত্মক
338: Cursive -টানা টানা হাতের লেখা (জড়ানো )
339: Anomalous -ব্যতিক্রম
340: Vicious -ঘৃণ্য
341: Capacious -সুপ্রশস্ত
342: Intractable -অবাধ্য
343: Wayward -স্বেচ্ছাচারী
344: Easygoing – বাধ্য
345: Bleak -নিরানন্দ,মলিন
346: Abstinent -সংযমী
347: Segregate -পৃথক করা
348: Abolish -বিলুপ্তকরা
349: Darken -অন্ধকার করা
350: Compile -একত্র করা
351: Reclusive -সন্ন্যাসী
352: Urban -শহুরে
353: A bone to pick -রাগান্বিত হওয়া
354: Knotty -ঝামেলাযুক্ত
355: Errant -ভ্রমণরত
356: Bucolic -গ্রাম্য
357: Castigate -নিন্দা করা
358: Hidebound -সংকীর্ণমনা
359: Evaluate -মূল্যায়ন করা
360: Corroborate -দৃঢ় করা
361: Refute -যুক্তি/তর্ক খন্ডন করা
362: Contradict -অস্বীকার করা
363: Contravene -আইন বা রীতি লংঘন করা
364: Profane-অপবিত্র করা
365: Vulgarity -অশ্লীলতা
366: Compensate -ক্ষতিপূরন দেয়া
367: Deprecate -নিন্দা করা
368: Enhance -বৃদ্ধি করা
369: Bait- টোপ
370: Disparage -কাউকে ছোট /তুচ্ছ করা
371: Heckle -প্রশ্নবানে জর্জরিত করা
372: Adequate -পর্যাপ্ত
373: Muddle – বিহ্বলতা
374: Abatement -কমানো
375: Incapacitate -অযোগ্য করা
376: Stout -শক্তিশালী,নির্ভীক
377: Hook -ফাঁদ
378: Crook -বাঁকা
379: Biased/Partial/Partisan/Prejudiced -পক্ষপাতী
380: Axle -অক্ষ
381: Build in -অন্তর্গত
382: leaning -ঝোঁক
383: Yield -বশ্যতা স্বীকার করা
384: Gloomy -অন্ধকারাচ্ছন্ন
385: Provincial -সীমাবদ্ধ
386: Cosmopolitan -সার্বজনীন
387: Extol -প্রশংসা
388: Monotonous -একঘেয়ে
389: Rite -রীতিনীতি,প্রথা
390: Writ- কোন বিষয় সম্পর্কে কোর্টের লিখিত অর্ডার
391: Laid back -অলস
392: Inflated -অত্যধিক
393: Reasonable -যৌক্তিক
394: Ingenuous -অকপট
395: Sophisticated -কৃত্রিম
396: Exorbitant -অতিরিক্ত
397: Devious -আঁকাবাঁকা
398: Cunning -দক্ষ
399: Debacle -মহাবিপর্যয়
400: Friction -বিরোধ
401: Disputation /Argument -বিতর্ক
402: Counterfeit-ভেজাল,কৃত্রিম
403: Shaky -দুর্বল
404: Expedite -অগ্রগতি ত্বরান্বিত করা
405: Impede – ব্যাহত করা
406: Torpor/Lassitude/Languor -অলস
407: Apathetic/Lukewarm -উদাসীন
408: Rush -দ্রুত ধাবন
409: Hexagon -ষড়ভূজ
410: Subtraction -বিয়োগ
411: Fathom -গভীরতা নির্ণয় করা
412: Truant -যে ব্যক্তি তার কর্মস্থল হতে পালায়
413: Malingerer -যে ব্যক্তি কর্তব্য এড়ানোর জন্য অসুস্থতার ভান করে
414: Hypocrite -ভন্ড
415: Concubine -উপস্ত্রী
416: Telepathy -অন্যের চিন্তার অনুভূতি দ্রুত বুঝে নেয়ার ক্ষমতা
417: Elegy-শোকগাঁথা
418: Utopia -কল্পরাজ্য
419: Statesman-কূটনীতিজ্ঞ ব্যক্তি
420: Demagogue -জননেতা
421: Dictator -একনায়ক
422: Martinet -নিয়মনিষ্ঠ
423: Malign -ক্ষতিকর
424: Meager/Scanty -স্বল্প
425: proportionate -আনুপাতিক
426: Ancillary -আনুষঙ্গিক
427: Unstable -অস্থির
428:Conventional -প্রচলিত
429: Potty -তুচ্ছ
430:Reparation -ক্ষতিপূরণ
431: Decay -ক্ষয় হওয়া
432:Transmission -ছড়ানো,প্রচার
434: Frugal/Parsimonious -মিতব্যয়ী
435: Bigot -অন্ধ বিশ্বাসী
436: Indispensable -অপরিহার্য
437:Inconsiderate -অবিবেচক
438: Hasty -দ্রুতগতি
439: Conceited -আত্মভিমানী
440: Wrath -রাগ
441:Prompt -দ্রুত
442: Divine -স্বর্গীয়
443: Malign -ক্ষতিকর
444: Meager/Scanty -স্বল্প
445:proportionate -আনুপাতিক
446: Hindrance/Barrier -বাঁধা
447: Discontented -অসন্তুষ্ট,অতৃপ্ত
448:Miserable -শোচনীয়
449: Myopic -ক্ষীনদৃষ্টি /সংকীর্ণমনা
450: Intolerant -অসহনীয়
451:Affirm/Assert -দৃঢ়ভাবে কোন কিছুবলা
452: Deny-দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার করা
453: Panic -ভয় পাওয়া
454: Abandon/Desert -ছেড়ে যাওয়া
455:Waive -মওকুফ করা
456: Evenhanded -নিরপেক্ষ
457: Enunciate -উচ্চারন করা
458: Consolidation -ঐক্যবদ্ধ/একসাথে
459: Instigation -উত্তেজনা
460: Provocation -প্ররোচনা
461: Painstaking/Persevering -পরিশ্রমী
462: Stimulus/Impetus -আবেগ,প্রেরণা
463: Revulsion/Abhorrence/Aversion/ Repugnance -প্রতিক্রিয়া
464:Evanescent/Fleeting -ক্ষনস্থায়ী
465: Limpid -স্পষ্ট
466: Evident -স্পষ্ট
467: Subtlety -অস্পষ্ট
468: Prima facie -প্রথম দর্শনে
469: Subterfuge /Trickery -প্রতারনা
470: Simplicity -সরল
471: Applause -সাধুবাদ
472: Impinge -আঘাত হানা
473: Facilitate -সহজতর
474: Trespass -পাপ/সীমালঙ্গন
475: Profligate -লম্পট
476:Intermittent- অনিয়মিতভাবে
477: Broker -দালাল
478:Merchant prince -মহা ধনবান বণিক
479: Persistent -নাছোড়বান্দা
480: Destitute -দরিদ্র
481: Teller - ব্যাংকের ক্যাশিয়ার
482: Intense -তীব্র
483: Abrasive -ঘর্ষণের মাধ্যমে তুলে ফেলা
484: Attempts -চেষ্টা করা
485: Screams -আর্তনাদ করা
486: Admits -স্বীকার করা
487: Lucrative -লাভজনক
488: Ridiculous -হাস্যকর
489: Continuation -ধারাবাহিকতা
490: Offshore -সাগরমুখী
491: Solemn -আনুষ্ঠানিক
492: Wholesale -পাইকারী
493: Retail -খুচরা
494: Push sale -জোর করে বিক্রি করা
495: Slothful -নিষ্ক্রিয়
496: Quarrelsome-ঝগড়াটে
497: Flat out -সোজা
498: Backtrack -প্রত্যাখ্যান করা
499: Curved -বক্ররেখা

[ বিঃদ্রঃ শেয়ার (share) করে টাইমলাইনে রেখে দিন। মনে রাখবেন, নিয়মিত লাইক/কমেন্ট না করলে আমাদের পোষ্ট আপনার টাইমলাইনে নিয়মিত যাবে না। ]

You can read more

সেক্স ও সফলতা একসাথে আসে না

সে*ক্স ও সফলতা একসাথে চলে না।  তাই কোন অসংযত পুরুষ কখনোই মহান হতে পারে না"।‼️ কিছু পুরুষ সফলতার স্বপ্ন দেখে। কিছু পুরুষ সফলতার জন্য পরি...

Popular Post