১. আশা করি আমরা সবাই কম্পিউটার ভাইরাস সম্বন্ধে জানি।আপনি কি জানেন এক সমীক্ষা অনুযায়ী প্রতি মাসে ৫০০০ এর ও বেশী নতুন ভাইরাস রিলিজ করা হয়!
২. একজন সাধারণ মানুষ সাধারণত প্রতি মিনিটে ২০ বার চোখের পলক ফেলে কিন্তু যখন সে কম্পিউটার ব্যাবহার করে তখন সে গড়ে মাত্র ৭ বার চোখের পলক ফেলে।
৩. সর্বপ্রথম তৈরি হওয়া ইলেকট্রনিক কম্পিউটার, যার নাম "ENIAC" । এই কম্পিউটার টির ওজন ছিল ২৭ টন (২৭০০০ কেজি)।
৪. পৃথিীব্যাপী সমস্ত টাকার ১০ শতাংশ কেবল মাত্র ফিজিক্যাল কারেন্সি আর বাকি ৯০ শতাংশ ডিজিট্যাল (eg:Virtual money) ভাবে কম্পিউটার এ রয়েছে।
৫. সর্বপ্রথম হার্ডডিস্ক তৈরি হই ১৯৭৯ সালে এবং তার ক্যাপাসিটি ছিলো মাত্র ৫ মেগা বাইট!
৬. ইমেইল এর আবিষ্কার ইন্টারনেট আবিষ্কার এর আগে হয়েছিলো! চমকে গেলেন? কিন্তু এটাই সত্যি!
ধন্যবাদ.
For more Updates, Please visit on my Facebook page.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন