কুমিল্লা ধর্ম সাগরেরপাড়ে গোল্ড সিলভারের ১০ তালা বিশিষ্ট ভবনে থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে আপু টা 😥😥
ভালোবাসার মানুষ টা অন্য কারোর হওয়ার কষ্টটা কোন মানুষ ই মানতে পারেনা, প্রেম করবে একজনের সাথে আর বিয়ে করে অন্য কাউকে।
এরা ১মিনিটেই বদলে যেতে পারে,মুহূর্তে অনেকদিনের সম্পর্ককে গলা টিপে হত্যা করতে এদের বুক একটুও কাঁপেনা।কারন এরা তখন নতুন প্রেমের নেশায় নিজের বিবেক- মনুষ্যত্ববোধ কে মেরে ফেলে, চিন্তাও করেনা ঐ মানুষ টা তাকে ছাড়া থাকবে কি করে।
এরা তো ঠিকি নতুন মানুষটার সাথে হাসিখুশি দিন কাঁটায়, কষ্ট এদের একটুও ছুয় না। কষ্টে থাকে তারা যারা এদের মতো বেঈমানদের বিশ্বাস করে,মন থেকে ভালোবাসে, একসাথে থাকার স্বপ্ন দেখে। বিনিময়ে পায় জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকা আর না হয় এভাবে লাশ হয়ে যায়।
হাসিখুশি থাকা মানুষগুলো কে দেখলে কেউ বুঝবেনা যে সে ভিতরে ভিতরে কতটা কষ্টে আছে। তার মনে কতটা কষ্টের বোঝা ছিলো, কতটা গভীরে ভেঙ্গে ছিলো একমাত্র সেই জানে।
আসলে যার যার কষ্টগুলো সে তার জায়গা থেকে অনুভব করে। কেউ ফেস করতে করতে একটা সময় জিতে যায়, আর কেউ লরতে লরতে এভাবে হেরে যায়।
আত্মহত্যা মহাপাপ জেনেও আত্মহত্যার পথ বেছে নেয়। কারণ এমন কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকেনা।
প্রতারকদের বিচার আল্লাহ ই করবে। এদের শাস্তি এরা সময় মতো পাবে ইনশাআল্লাহ।
হোক এই দুনিয়াতে, না হয় ঐ দুনিয়াতে।
আপু, আল্লাহ তোমায় জান্নাত দান করুক 🥀
আরো লেখা পড়ুন ⤵️
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন