পাইলস বা অশ্ব একটি জটিল সমস্যা।
লিভার এবং পেটের পরিপাকজনিত অন্যান্য কারণে অশ্ব হয়ে থাকে। অশ্ব তিন প্রকারের।
#বহির বলি যুক্ত অশ্ব।
#অন্তর বলি যুক্ত অশ্ব।
#মিশ্র অর্থাৎ অন্তর বলি এবং বহির বলি।
পাইলস বা অশ্বের রোগীর খাদ্য খাবারের দিকে বিশেষ নজর দিতে হবে।
অশ্ব রোগীদের সবসময় কোষ্ঠকাঠিন্য সমস্যা যাতে না হয় সে রকম খাদ্য খাবার দিকে নজর দেওয়া উচিত।
এই রোগে কাঁচা কলা ,মোচা ,থোর ,ইচড়ের তরকারি ঘন দুধ ও ক্ষীর এবং মাংস ,ডিম প্রভৃতি আমিষ খাদ্য খাওয়া নিষেধ।
বিশেষত যে সব সবজি বা ফল কেটে রাখলে বাদামি বা কালো রঙের একটি আস্তরণ পড়ে, সেই সবজি কেমন কাঁচা কলা ,বিট ,থোর, ইচড়, বেদানা বা ডালিম খাওয়া নিষেধ।
ay--block qu-wordBreak--break-word qu-textAlign--start" style="box-sizing: border-box; direction: ltr; margin: 0px 0px 1em; overflow-wrap: anywhere; padding: 0px; word-break: break-word;">এতে কোষ্ঠকাঠিন্য র সমস্যা বৃদ্ধি পাবে এবং অশ্বর বলি থেকে রক্ত ক্ষরণ হবে।কালো তিল বাটা ,ওল, ঘোল ইত্যাদি বেলের পানা অশ্ব রোগীর পক্ষে খুবই উপকারী। তাছাড়া পাকা কলা, পেঁপে,কচি শশা ইত্যাদি ফল কম বেশী বারো মাসি পাওয়া যায়, এই ফল গুলি প্রতিদিন কম বেশি খেতে হবে। পুঁই শাক, পালং শাক অশ্ব রোগীর পায়খানা নরম করবে,তাই সবুজ শাক-সবজি ,ঘোল এবং বেলের শরবত রোগের বৃদ্ধি হলে অবশ্যই খেতে হবে।
পরিশেষে এটা বলা বাঞ্ছনীয় যে কোষ্ঠকাঠিন্য ই এই রোগের জটিলিতম সমস্যা। তাই অতিরিক্ত ঝাল মসলা মাংস, ডিম খাওয়া নিষেধ।
Source : https://qr.ae/pCsAdD