প্রসেসর নকল হয়না। বর্তমানে Intel এবং AMD এই দুটি কোম্পানি ডেক্সটপের জন্য প্রসেসর তৈরি করে।
প্রসেসর সেল করা হয় দুই ভাবে Boxed এবং OEM বা Tray প্রসেসর। সাধারণ ক্রেতাদের কাছে মূলত বক্সড প্রসেসর সেল করা হয়। Boxed প্রসেসর OEM বা Tray প্রসেসর থেকে সাধারণত ৩০% বেশি দামে সেল করা হয়।
এখন আপনার প্রশ্ন হতে পারে ৩০% মানে তো অনেক। তাহলে এত কমে Tray প্রসেসর কিভাবে সেল করে। তাহলে কি প্রসেসর গুলো ভেজাল ? না আসলে Tray প্রসেসরের সাথে কোনো ধরনের কুলার আসেনা এবং বক্স আসেনা এগুলোতেই Intel এবং AMD'র অনেক খরচ বেঁচে যায়। এর চেয়ে বড় বিষয় হলো Tray / OEM প্রসেসর তারা মূলত সেল করে বিভিন্ন কম্পিউটার কোম্পানির কাছে যেমন Dell, Apple, Asus, Hp ইত্যাদি। তো এসব কোম্পানি তো সাধারণত ক্রেতার মত দু চারটি প্রসেসর কেনে না। তারা কিনে হাজার-হাজার লাখ-লাখ প্রসেসর। তাই সেক্ষেত্রে তারা অনেক কমে কিনতে পারে।
এবার আসি বিভিন্ন জায়গায় Tray / OEM যে প্রসেসর সেল করা হয় সাধারণ ক্রেতার কাছে সেগুলো তাহলে কিভাবে আসে। আসলে এগুলো সবই সেকেন্ড হ্যান্ড প্রসেসর। বিভিন্ন দেশে অফিস, হসপিটাল, রিসার্চ সেন্টার এবং সাধারণ ইউজার রা কিছু বছর পর পর তাদের কম্পিউটার গুলো আপগ্রেড করে ফেলে। কিন্তু তাদের পুরাতন প্রসেসর গুলো তখনও ভালো অবস্থায় আছে তাছাড়া প্রসেসর সহজে নষ্ট ও হয়না। তো সেগুলো তো আর ফেলে দিবে না। সেগুলো সংগ্রহ করা হয়। তারপরে মডেল এবং জেনারেশন অনুযায়ী শর্ট করা হয় এবং Tray তে করে সেল করা হয়। এখন এগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড ট্রে প্রসেসর। এগুলো কিন্তু Intel বা AMD সরাসরি সেল করেনা। তাই এগুলো চাইলেই যেকোনো সাধারণ ক্রেতা কিনতে পারেন। আপনি চায়নার বিভিন্ন ওয়েবসাইট থেকে এরকম সেকেন্ড হ্যান্ড ট্রে প্রসেসর কিনতে পারবেন অনেক কম দামেই।
এবার আসি আমাদের দেশে কি হয়? আমাদের দেশের বিভিন্ন দোকানি এসব সেকেন্ড হ্যান্ড ট্রে কিনে চায়না থেকে এবং খুব সস্তায় যেহেতু অনেক পরিমাণে কেনে। তারপরে সেগুলো তারা দেশে সাধারণ ক্রেতার কাছে সেল করে। এগুলোর সাথে কোনো ধরনের বক্স এবং কুলার দেয়না।
কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী ইদানীং Tray প্রসেসর বক্সে ঢুকিয়ে সাথে নকল কুলার এবং ইউজার ম্যানুয়াল দিয়ে Boxed প্রসেসর হিসেবে সেল করছে। তাই প্রসেসর কেনার সময় বক্সটি ভালো করে যাচাই করবেন যে বক্সটি সিল করা আছে কিনা এবং বক্সের সিরিয়াল নাম্বারটি প্রসেসরের সিরিয়াল নাম্বারের সাথে মিল আছে কিনা। সিরিয়াল নাম্বারটি প্রসেসরের ওয়েবসাইট থেকে ভ্যারিফাই করে নিতে পারেন। তাছাড়া প্রসেসরটি হাতে নিয়ে ভালোমত দেখলেও বুঝতে পারবেন সেটি সেকেন্ড হ্যান্ড কিনা।
তবে এসব Tray প্রসেসর যদি আপনি Boxed প্রসেসরের চেয়ে অনেক কমে পেয়ে যান তাহলে কেনার সময় প্রসেসরটি কাজ করছে কিনা তা দেখে নিলেই হবে। সাধারণত প্রসেসর সহজে নষ্ট হয়না তাছাড়া আপনাকে দোকানি মিনিমাম ১ বছরের ওয়ারেন্টি দেবে তাই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। সেকেন্ড হ্যান্ড হলেও প্রসেসরের কার্যক্ষমতা হারায় না। নতুনের মতই থাকে। তবে প্রসেসরটি যদি আনলকড হয় এবং প্রথম ব্যবহারকারী যদি ওভারক্লক করে মাসের পর মাস ব্যবহার করে তাহলে কার্যক্ষমতা সামান্য কমতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন